অবশেষে চুক্তি শেষে অগ্নিবীর যুবকদের চাকরি দেওয়া হবে। ঘোষণা করলো Mahindra Group।


অবশেষে চুক্তি শেষে অগ্নিবীর যুবকদের চাকরি দেওয়া হবে। ঘোষণা করলো Mahindra Group।

কিছুদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা করেছিলেন। যায় মাধ্যমে প্রতি বছর ৪৫ হাজার যুবকদের সেনায় নিয়োগ করা হবে। যাদের নাম দেওয়া হবে 'অগ্নিবীর'। তবে বেশকিছুদিন ধরে এই প্রকল্প নিয়ে বিতর্কের আঁচ দেখা দিয়েছিল। সবকিছু উপেক্ষা করে এইবার 'অগ্নিবীর' যুবকদের জন্য দারুন সুখবর নিয়ে আসলো Mahindra Group


ট্রেনিং প্রাপ্ত অগ্নীবীরদের চাকরি দেবে বলে ঘোষণা করেছে এই শিল্প সংস্থা। অর্থাৎ অগ্নীবীরদের চাকরির চার বছর মেয়াদ ফুরিয়ে গেলে এই সংস্থা তাদের চাকরির দায়িত্ব নেবে। তবে বেশ কয়েক দিন ধরে 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আর এমন পরিস্থিতিতে Mahindra Group- এর চেয়ারম্যান ২০ জুন একটি টুইট করেছেন।


চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা জানান, গত কয়েকদিন ধরে অগ্নিপথ প্রকল্প নিয়ে সৃষ্টি হওয়া হিংসার ছবি খুবই দুঃখজনক। তবে তার মনে হয় এই প্রকল্প যুবকদের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আরও দক্ষ করে তুলবে। তবে অগ্নীবীরদের মহিন্দ্রা গ্রুপের কোন সেক্টরে কাজ দেওয়া হবে সেটা নিয়ে সংশয় রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×