জল দপ্তরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি। উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন | National Water Development Agency Recruitment

National Water Development Agency Recruitment  2022 | WB Job Vacancy 2022

জল দপ্তরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি। উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন | National Water Development Agency Recruitment 

জল দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিক যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে গেলে কী কী লাগবে সমস্তকিছু বিস্তারিত জানার জন্য এই পোস্টটি পড়তে পারেন।

১. পোস্টের নাম- স্টেনোগ্রাফার গ্রেড-২। 
শূন্যপদ- ০৩ টি।
বেতন কাঠামো- ২৫,৫০০ - ৮১,১০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটারে টাইপিং করতে জানতে হবে।

২. পোস্টের নাম- আপার ডিভিশন ক্লার্ক।
শূন্যপদ- ০১ টি।
বেতন কাঠামো- ২৫,৫০০ - ৮১,১০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে।

৩. পোস্টের নাম- জুনিয়র অ্যাকাউন্ট।
শূন্যপদ- ০১ টি।
বেতন কাঠামো- ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে কমার্স শাখায় গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

৪. পোস্টের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)।
শূন্যপদ- ০২ টি।
বেতন কাঠামো- ৩৫,৪০০ - ১১২,৪০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করতে হবে।  

বয়স সীমা- উপরিউক্ত সমস্ত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৭ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া- কম্পিউটার বেসড পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি- সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আমাদের পোস্টের নীচে আবেদনের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ- ২৪ মে, ২০২২।
আবেদন মূল্য-
 UR/OBC- ৮৫০ টাকা।
SC/ST/PWD- ৫০০ টাকা।


অফিসিয়াল নোটিশ- Click Here
আবেদন লিংক- Click Here

চাকরীর আপডেটে পাওয়ার জন্য- Join Whatsapp



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×