রাজ্যের আদালতে প্রচুর শূন্যপদে ক্লার্ক নিয়োগ। ২৩ জেলা থেকেই আবেদন করুন।


রাজ্যের আদালতে প্রচুর শূন্যপদে ক্লার্ক নিয়োগ। ২৩ জেলা থেকেই আবেদন করুন।

রাজ্যের কলকাতা হাইকোর্টের অন্তর্গত বীরভূম জেলার আদালতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ বিভিন্ন যোগ্যতায় এখানে নিয়োগ করা হবে।  


১. পোস্টের নাম- পিওন / নাইট গার্ড।

শূন্যপদ- ৪৯ টি।

বেতন কাঠামো- ১৭,০০০ - ৪৩,৬০০ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে।

বয়স সীমা- ১৮ - ৪০ বছর। বয়স হিসেব করবেন ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


২. পোস্টের নাম- প্রোসেস সার্ভার।

শূন্যপদ- ০৮ টি।

বেতন কাঠামো- ২১,০০০ - ৫৪,০০০ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সাথে কম্পিউটার কোর্সের বেসিক জ্ঞান থাকতে হবে।

বয়স সীমা- ১৮ - ৪০ বছর। বয়স হিসেব করবেন ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


৩. পোস্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।

শূন্যপদ- ২৮ টি।

বেতন কাঠামো- ২২,৭০০ - ৫৮,৫০০ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সাথে কম্পিউটার কোর্সের বেসিক জ্ঞান থাকতে হবে।

বয়স সীমা- ১৮ - ৪০ বছর। বয়স হিসেব করবেন ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


৪. পোস্টের নাম- বাংলা ট্রান্সলেটর।

শূন্যপদ- ০৩ টি।

বেতন কাঠামো- ২৮,৯০০ - ৭৪,৫০০ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সাথে বাংলা থেকে ইংরেজী এবং ইংরেজী থেকে বাংলাতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে। 

বয়স সীমা- ১৮ - ৩৯ বছর। বয়স হিসেব করবেন ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


৫. পোস্টের নাম- ইংরেজি স্টেনোগ্রাফার।

শূন্যপদ- ০৫ টি।

বেতন কাঠামো- ৩২,১০০ - ৮২,৯০০ টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া স্তেনোতে টাইপিং মিনিট প্রতি ৮০ টি শব্দ তোলার স্পীড থাকতে হবে। এছাড়া কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। 


আবেদন পদ্ধতি- সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য drcbirbhum2022.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। নীচে আবেদনের লিংক দেওয়া রয়েছে। একজন প্রার্থী একটি পোস্টের জন্যই আবেদনযোগ্য। 


আবেদন মূল্য- 



আবেদনের শেষ তারিখ- ১২ মে, ২০২২।

অফিসিয়াল নোটিশ- Click Here

আবেদন লিংক- Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×