রেশমবন্ধু শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারী চাকরি

রেশমবন্ধু শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারী চাকরি 

রেশমবন্ধু শূন্যপদে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে নদিয়া জেলায়। আজ থেকেই আবেদন করতে পারবেন।  আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

শূন্যপদ: রেশমবন্ধু- 01 টি 

বেতন: প্রতি মাসে 5,000 টাকা।

বয়স: 25-45 বছর। বয়স হিসেব করবেন 01/01/2022 তারিখ অনুযায়ী।  

শিক্ষাগত যোগ্যতা: 3 বছরের দক্ষতা নিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং ms-office প্যাকেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 35wpm 

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য সাদা কাগজে বয়ান লিখে আবেদন করতে হবে নির্দিষ্ট এলাকার ব্লকে। নিয়োগের দরখাস্ত করতে হবে কৃষ্ণনগর, নদীয়া, নাকাশীপাড়া ব্লকে। Adhaar Card, Voter card, Madhyamik Passed Certificate & Markesheet, Madhyamik Admit Card, Caste Certificate, সেরিকালচার প্রশিক্ষনের শংসাপত্র, রেশমচাষ পরিভুক্ত জেলা শংসাপত্র অবশ্যই কপি সঙ্গে জমা করতে হবে। আবেদন করার শেষ তারিখ 10/03/ 2022

Interview: 17/03/2022 তারিখ 11:30am থেকে রেশম দপ্তরের কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া 

Download Official Notification- click here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×