বন দপ্তরে ক্লার্ক নিয়োগ | মাধ্যমিক পাশে আবেদন | Forest Department Recruitment

Government Job Vacancy 2022 | 10th Pass Government Job 

বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের Tropical Forest Research Institute এর পক্ষ থেকে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন।


১. পোস্টের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।

শূন্যপদ- ১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা- দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ।

বয়স- ১৮ - ২৭ বছর।


২. পোস্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।

শূন্যপদ- ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটারে টাইপিং স্পীড হতে হবে ইংরেজীর ক্ষেত্রে মিনিটে ৩০ টি শব্দ অথবা হিন্দিতে ২৫ টি শব্দ।

বয়স- ১৮ - ২৭ বছর।


৩. পোস্টের নাম- টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল, কার্পেন্টার, প্লাম্বার)।

শূন্যপদ- ০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং যে পদের জন্য আবেদন করবেন তার উপর ITI পাশ করে থাকতে হবে।

বয়স- ১৮ - ৩০ বছর।


৪. পোস্টের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। সাবজেক্ট হিসেবে থাকতে হবে বোটানি/বায়োটেকনোলজি/জুলোজি অথবা ফরেস্টি।


৫. পোস্টের নাম- ফরেস্ট গার্ড।

শূন্যপদ- ০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

বয়স- ১৮ - ২৭ বছর।


৬. পোস্টের নাম- স্টেনোগ্রাফার।

শূন্যপদ- ০২ টি 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে স্টেনোগ্রাফিতে মিনিট প্রতি ইংরেজি বা হিন্দিতে ৮০ টি শব্দ তোলার স্পীড থাকতে হবে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়স- ১৮ - ২৭ বছর।


আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করা যাবে। নীচে আবেদনের লিংক দেওয়া রয়েছে।

আবেদনের শেষ তারিখ- ০৫.০৩.২০২২।


অফিসিয়াল নোটিশ- CLICK HERE

আবেদন লিংক- CKICK HERE

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×