ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ | Indian coast guard recruitment 2022
ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। যেখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনেই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই পোস্টে জানতে পারবেন। এছাড়া নীচে আমাদের দেওয়া লিংক কপি করেও সরাসরি আবেদন করতে পারবেন।
১. পদের নাম- নাবিক (জেনারেল ডিউটি)।
শূন্যপদ- ২৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ১০+২ অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
বেতন কাঠামো- এই পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১,৭০০ টাকা।
২. পদের নাম- নাবিক (ডোমেস্টিক ব্র্যাঞ্চ)।
শূন্যপদ- ৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
বেতন কাঠামো- ২১,৭০০ টাকা প্রতি মাসে।
৩. পদের নাম- যান্ত্রিক (মেকানিক্যাল)।
শূন্যপদ- ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে মেকানিক্যাল এর উপর ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
৪. পদের নাম- যান্ত্রিক (ইলেকট্রিক্যাল)।
শূন্যপদ- ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে ইলেকট্রিক্যাল এর উপর ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
৫. পদের নাম- যান্ত্রিক (ইলেকট্রনিক্স)।
শূন্যপদ- ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে টেলিকমিউনিকেশন এর উপর ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
বেতন কাঠামো- যান্ত্রিক সকল পোস্টের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে ২৯,২০০ টাকা।
বয়স- আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ - ২২ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।
আবেদন প্রক্রিয়া-
আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে। ৪ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এছাড়া নীচে আবেদনের লিংক দেওয়া রয়েছে।
অফিশিয়াল নোটিশ-
file:///C:/Users/USER/Downloads/02_2022_BATCH.pdf
আবেদন লিংক-
https://cgept.cdac.in/icgreg/candidate/login