IOCL- এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৫৭১ টি শূন্যপদে নিয়োগ

IOCL Recruitment 2022 | Job Recruitment 2022

IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ, ITI, ডিপ্লোমা পাশ বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করতে পারবেন।

শূন্যপদ- ৫৭১ টি।

পদের নাম- মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, অ্যাকাউন্টস, ডেটা এন্ট্রি অপারেটর, ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর।

শিক্ষাগত যোগ্যতা-
দশম শ্রেণী পাশ, ITI, ডিপ্লোমা পাশ থাকলেই আবেদন করা যাবে।

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৪ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া-
আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে। এর জন্য www.rectt.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে ১৫ ফেব্রুয়ারি, ২০২২। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে পড়তে পারেন।

আবেদন লিংক- 
www.rectt.in

অফিশিয়াল নোটিশ-
https://www.pdfdrive.com/download.pdf?id=201209261&h=0068e701b5657032ff92fdf1cb2beca5&u=10425465

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×