লং মার্চের প্রেক্ষাপট ও গুরুত্ব | What is Long March


লং মার্চের প্রেক্ষাপট ও গুরুত্ব | What is Long March


ভূমিকা:


মাও-জে-দঙের নেতৃত্বে চিনা কমিউনিস্টরা দক্ষিণ-পূর্ব চিনের ‘কিয়াং-শি’ প্রদেশ থেকে উত্তরে ‘শেন-সি’ পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেয়। এই পদযাত্রা ইতিহাসে ‘লং মার্চ’ (১৯৩৪ খ্রি.) নামে পরিচিত।



লং মার্চের প্রেক্ষাপট:


প্রজাতন্ত্রী চিনের রাষ্ট্রপতি ‘চিয়াং কাইশেক’ ছিলেন ঘোরতর কমিউনিস্ট বিদ্বেষী। তিনি চিনা কমিউনিস্টদের দমনের জন্য কমিউনিস্টদের প্রধান ঘাঁটি ‘কিয়াং-শি প্রদেশে সেনা অভিযান শুরু করেন। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রায় ১ লক্ষ চিনা কমিউনিস্ট এই অঞ্চল ছেড়ে নিরাপদ স্থানের দিকে রওনা দেয়।


পদযাত্রার বর্ণনা: 


৩৭০ দিন ধরে (১৯৩৪ খ্রি., ১৬ অক্টোবর-১৯৩৫ খ্রি., ২০ অক্টোবর) পায়ে হেঁটে সুদীর্ঘ ২৫ হাজার কিমি পথ অতিক্রম করে পদযাত্রীরা ‘শেন-সি’ প্রদেশে পৌঁছোয়। সরকারি সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করতে করতে তারা পায়ে হেঁটে অগ্রসর হয়। তবে এক লক্ষ মানুষের মধ্যে মাত্র ৮ হাজার জন শেষপর্যন্ত জীবিত ছিল।


লং মার্চের গুরুত্ব: 


লং মার্চ নানা কারণে চিনের ইতিহাসে গুরুত্বপূর্ণ। 

১. এই দীর্ঘ পদযাত্রা চলাকালীন কমিউনিস্ট নেতারা চিনের বিভিন্ন প্রদেশের মানুষ ও জাতিগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিল।


২. কষ্টকর দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে চিনা কমিউনিস্টরা কষ্টসহিয়ুতার শিক্ষা পেয়েছিল। 


৩. এই দীর্ঘ পদযাত্রার মধ্যে দিয়ে চিনের মাটিতে লালফৌজের অপ্রতিদ্বন্দ্বিতা প্রমাণিত হয়েছিল।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×