মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন | Matangini Hazra

মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন | Matangini Hazra

 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন | Matangini Hazra



ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানের অনন্য উদাহরণ হলেন মাতঙ্গিনী হাজরা। ‘গান্ধিবুড়ি’ নামে পরিচিত তিয়াত্তর বছরের এই বৃদ্ধা গান্ধিজির ‘ভারত ছাড়ো' আন্দোলনে শামিল হয়ে আত্মবলিদান করেছিলেন।

অবদান:

১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউয়ে মেদিনীপুরও উত্তাল হয়ে উঠেছিল। কুড়ি হাজার মানুষের এক মহামিছিল মেদিনীপুরের তমলুক থানা ও আদালত ভবন ঘেরাও করে। এই মিছিলে নেতৃত্ব দেন মাতঙ্গিনী হাজরা। অবরোধকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে জখম হওয়া সত্ত্বেও বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা দৃঢ় মুষ্টিতে জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে মাটিতে লুটিয়ে পড়েন এবং শহিদের মৃত্যু বরণ করেন।

নারীসমাজের অনুপ্রেরণা:

বৃদ্ধা মাতঙ্গিনীর অসীম সাহস ও গভীর স্বদেশপ্রেম ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে হয়ে ওঠে গর্বের বিষয়। তাঁর শহিদের মৃত্যুবরণ পরবর্তী প্রজন্মের নারীদের জাতীয় সংগ্রামে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে।

তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×