বঙ্গভঙ্গ আন্দোলনের কারণ বা পটভূমি | Causes of Swadeshi Movement


বঙ্গভঙ্গ আন্দোলনের কারণ | বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপট | বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমি 


বঙ্গভঙ্গের প্রকৃত কারণ: 

ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেন। বলা হয়, আগামী ১৬ অক্টোবর (১৯০৫ খ্রি.) থেকে বঙ্গভঙ্গ কার্যকারী হবে। এই বঙ্গভঙ্গের প্রকৃত কারণ ছিল—


বাঙালির ঐক্যে ভাঙন ধরানো: 

উনিশ শতক থেকে বাংলাই হয়ে উঠেছিল সমগ্র ভারতের জাতীয়তাবাদ ও নবজাগরণের অন্যতম প্রধান কেন্দ্র। ঐক্যবদ্ধ বাংলার শক্তিতে ভাঙন ধরানোর জন্য বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয়।


জাতীয় কংগ্রেসকে দুর্বল করা: 

জাতীয় কংগ্রেসের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। সেসময়ে জাতীয় কংগ্রেস কলকাতা থেকে সারা ভারতে যাবতীয় আন্দোলন পরিচালনা করত। তাই বঙ্গভঙ্গের মাধ্যমে কলকাতাকেন্দ্রিক জাতীয় কংগ্রেসের কাজের ওপর আঘাত হানতে চাওয়া হয়েছিল।


ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বাড়ানো: 

বাংলা বিভাজনের মাধ্যমে ব্রিটিশরা বাংলার হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ ঘটাতে চেয়েছিল। এই বিভেদের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করে দিয়ে তারা নিজেদের শাসনের স্থায়িত্ব বাড়াতে চেয়েছিল।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×