হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন | Economic Life of Harappan Civilization


হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন | Economic Life of Harappan Civilization

ভারত ও ভারতের বাহিরে নানা স্থানের সঙ্গে হরপ্পার বণিকদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। দাক্ষিণাত্য থেকে দামী পাথর, রাজপুতানা থেকে তামা, কাথিয়াবাড় থেকে শঙ্খ এবং বেলুচিস্তান, আফগানিস্তান ও ইরান থেকে সোনা, রূপা, সীসা ও টিন আমদানি হত। সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হত তুলো, সুতীবস্ত্র, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরী নানা জিনিসপত্র।

 সূতীবস্ত্র ও তুলো ছিল রপ্তানী বাণিজ্যের প্রধান উপকরণ। তখনও মুদ্রার প্রচলন হয় নি। বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসাবাণিজ্য চলত। ক্রীট, সুমের ও মেসোপটেমিয়ার সংগে জলপথ ও স্থলপথে ব্যবসাবাণিজ্য চলত।

যানবাহন হিসেবে সিন্ধুবাসী উট, গাধা, দু-চাকা বিশিষ্ট গরু ও ষাঁড়ের গাড়ী ব্যবহার করত। তাদের মধ্যে সমুদ্রযাত্রাও প্রচলিত ছিল। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×