সবুজ বিপ্লব বলতে কী বোঝ | What is Green Revolution



সবুজ বিপ্লব কাকে বলে | গ্রীন রেভোলিউশন | Green Revolution


‘সবুজ বিপ্লব’ বা গ্রীন রেভোলিউশন (Green Revolution) বলতে উচ্চফলনশীল বীজ এবং অন্যান্য কৃষি পরিকাঠামোর সাহায্যে ফসল উৎপাদনে অভূতপূর্ব উন্নতিকে বোঝায়। এই সবুজ বিপ্লব শুরু হয়েছিল ১৯৬০-এর দশকের শেষে ডঃ নরম্যান আরনেস্ট বোরলগ (Dr. Norman Earrest Borlaug) -এর উদ্যোগে। Green Revolution শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন প্রশাসনের অন্যতম আধিকারিক উইলিয়াম এস. গনড।


ভারতে ১৯৬৪–৬৫ সালে নব কৃষি কার্যক্রম মাধ্যমেই গ্রহণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হয়। এই বছরে ভারতে খরা হওয়ায় ফসল উৎপাদন কমে যায়। এই সময়ে ভারতে বিদেশ থেকে ধান ও গম এর উচ্চফলনশীল বীজ এনে, ভারতের মৃত্তিকায় পরীক্ষামূলকভাবে চাষ করা হয় এবং দেখা যায় স্থানীয় বীজের উৎপাদন অপেক্ষা চারগুণ বেশি উৎপাদন হয়। শস্য উৎপাদনের এই অভাবনীয় অগ্রগতির মাধ্যমেই ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়।


তথ্য সূত্র:

মাধ্যমিক ভূগোল ও পরিবেশ সহায়িকা | প্রান্তিক | সম্পাদনায় শ্রী দেবাশীষ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×