বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো | নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন সাজেশন

বাস্তিল দুর্গের পতন | নবম শ্রেণী ইতিহাস সাজেশন | West Bengal Class 9 History Suggestion


ভূমিকা:
ফরাসি বিপ্লবের গতিপথে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন (১৪ জুলাই, ১৭৮৯ খ্রি:) ছিল একটি দিকচিহ্ন যা একই সঙ্গে ফরাসি বিপ্লবের রক্ষা করেছিল ও জনগণের বিপ্লবের সূচনা করেছিল। 

বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব

১. রাজার নতিস্বীকার:
বাস্তিল দুর্গের পতন হলে আতঙ্কিত রাজা বিপ্লবী   পতাকাকে ফ্রান্সের প্রতীক হিসেবে মেনে নেন। শুধু তাই নয় বাস্তিল দুর্গের পতনের ফলে ফরাসি রাজতন্ত্রের শক্তি ও প্রতিরোধ ক্ষমতার দৈন্যদশা স্পষ্ট হয়ে ওঠে।

২. অভিজাতদের দেশত্যাগ:
বাস্তিল দুর্গের পতনের ফলে অভিজাতদের অনেকে প্রাণভয়ে দেশত্যাগ করে। বাস্তিলের এই পতন কৃষক বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিল এবং সামন্ততন্ত্রের পতন ঘোষিত করেছিল।

৩. রাজনৈতিক গুরুত্ব:
স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ ও তার পতন ছিল রাজশক্তির বিরুদ্ধে সফল প্রতিবাদ। ঐতিহাসিক গ্রান্ট ও টেম্পারলির মতে, বাস্তিল দুর্গের পতনের সামরিক গুরুত্ব গৌণ হলেও এর রাজনৈতিক গুরুত্ব ছিল ব্যাপক।

মূল্যায়ন:
বাস্তিল দুর্গের পতনের ফলে প্যারিসের শাসনক্ষমতা বুর্জোয়াদের হাতে চলে যায়। তারা "প্যারি কমিউন" গঠন করে পের্সের শাসন চালাতে থাকেন। ঐতিহাসিক গুডউইনের মতে, " বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বে স্বাধীনতার উন্মেষকাল হিসেবে চিহ্নিত"।

তথ্য সূত্র:
১. প্রাক মাধ্যমিক ইতিহাস সহায়িকা (নবম শ্রেণী)।
সম্পাদনায়: শ্রীদেবাশীষ মৌলিক।
ড: প্রণবকুমার চট্টোপাধ্যায় ও চিন্ময় দে।

২. ছায়া ইতিহাস শিক্ষক (নবম শ্রেণী)।
জীবন মুখোপাধ্যায় | সুভাষ বিশ্বাস।

৩. ইতিহাস পরিচয় (নবম শ্রেণী)।
Santra ( দাসগুপ্ত | কর | পাহাড়ী )।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×