নবম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন 2022 | Class 9 Physical Science Suggestion 2022


 

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান বড় প্রশ্ন সাজেশন | নবম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন | West Bengal Class 9 Physical Science Long Question Suggestion 

 

Class 9 Physical Science Suggestion: এই ব্লগে আমার নবম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


প্রতিটি প্রশ্নের মান- ০২


১. দ্রবণের মোলারিটির সংজ্ঞা দাও। এই শক্তি মাত্রা কি উষ্ণতার উপর নির্ভর করে?


২. অ্যাভোগাড্রো সঙ্গে কাকে বলে? এর মান কত?


৩. আর্কিমিডিসের নীতিটি লেখ।


৪. একটি রোলার টানা না ঠেলা - কোনটি সুবিধা জনক ও কেন?


৫. উভধর্মী অক্সাইড কাদের বলে? 


৬. SONAR এর পুরো কথাটি কী? তুলা যন্ত্রের সুবেদিতা কাকে বলে?


৭. নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।


৮. একটি সুরশলাকার কম্পাঙ্ক 256 Hz হলে পর্যায়কাল কত?


৯. নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও।


১০. জুলের সূত্রটি লেখ।


১১. ইকোলোকেশন কী? এটি কোন কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়?


১২. তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?


১৩. সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখ।


১৪. লম্বন ভুল কাকে বলে?


১৫. ক্ষুদ্র তরলের ফোঁটা সর্বদাই গোলীয় হয় কেন?


১৬. রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখ।


১৭. অম্লরাজ কী?


১৮. চিনির সঙ্গে গাঢ় H2SO4 যোগ করলে কী ঘটবে তা সমীকরণসহ লেখ?


১৯. স্টোন ক্যান্সার কী? 


২০. ইথানল ও জলের মিশ্রণ থেকে কিভাবে ইথানল ও জলকে পৃথক করবে?



প্রতিটি প্রশ্নের মান- ০৩


১. নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণের জন্য বলয় পরীক্ষাটি লেখ। অ্যান্টাসিড কী? (২+১)


২. বার্নৌলির উপপাদ্যটি বিবৃত কর। উচ্চ বেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপদজনক কেন? (১+২)


৩. বস্তুর ভাসমান ও নিমজ্জনের শর্তগুলি আলোচনা করো। প্লবতা তরলের গভীরতার উপর নির্ভর করে কী? (২+১)


৪. অনুরণন কী? তরঙ্গের বেগ, তরঙ্গের কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। (১+২)


৫. কপারের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশানো হলে কী ঘটবে সমীকরণসহ লেখ।


৬. মাছ জলে তার গতিপথ সহজে নিয়ন্ত্রণ করে কীভাবে? ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন শূন্য হয় কেন? (২+১)


৭. অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যান্টাসিডের মূল উপাদানগুলির নাম লেখ।


৮. ধাতব Cu- এর সঙ্গে উষ্ণ ও গাঢ় HNO3 এর বিক্রিয়া করা হল। কী ঘটবে লেখ।


৯. আয়নমুক্ত জল কাকে বলে? পতিত জলের সঙ্গে এর পার্থক্য কী? (১+২)


১০. শব্দের তীব্রতা বলতে কী বোঝ? শব্দের তীব্রতার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? (১+২)


১১. অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা কর।


১২. লেখচিত্রের সাহায্যে S= ut + ¹/² at² সূত্রটি প্রমাণ কর। S, u, a, t প্রচলিত অর্থ বহন করে?


১৩. দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখ। একটি গাড়ি যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব u দ্রুতিতে ও বাকি অর্ধেক দূরত্ব v দ্রুতিতে গেল। গাড়িটির গড় দ্রুতি নির্ণয় কর। (১+২)

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×