নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন 2022 | Class 9 Life Science Suggestion 2022

নবম শ্রেণী জীবন বিজ্ঞান বড় প্রশ্ন সাজেশন | নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন | West Bengal Class 9 Life Science Long Question Suggestion 

 

Class 9 Life Science Suggestion: এই ব্লগে আমার নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


প্রতিটি প্রশ্নের মান- ০২ 


১. জৈববৈচিত্র্য কাকে বলে? 

২. প্রাইমরডিয়াল ইউট্রিকল কী?

৩. COPD বলতে কী বোঝো?

৪. মুখবিবরে ভাতের সরলীকরণ পদ্ধতিটি লেখো। 

৫. CSF কী? এটি কোথা থেকে উৎপন্ন হয়?

৬. ভ্যাক্সিন বলতে কী বোঝো?

৭. ‘কোয়াসারভেট’ বলতে কী বোঝো?

৮. ‘জোন অফ এক্সক্লুশান' কী?

৯. পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো।

১০. বেসাল মেটাবলিক রেট-এর সংজ্ঞা লেখো। 

১১. উপচিতি ও অপচিতির মধ্যে পার্থক্য লেখো।

১২. রাইবোজোম ও লাইসোজোমের দুটি পার্থক্য লেখো।

১৩. পোর্টাল সংবহন কাকে বলে?

১৪. সক্রিয় ও নিষ্ক্রিয় শোষণের দুটি পার্থক্য লেখো।

১৫. সালোকসংশ্লেষে জলের দুটি ভূমিকা লেখো।

১৬. নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে?

১৭. হ্যালোফাইট উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 

১৮. পরজীবী ও মিথোজীবী পুষ্টির দুটি পার্থক্য লেখো।



প্রতিটি প্রশ্নের মান- ০৫


১. প্রোটিন জাতীয় খাদ্যের দুটি গুরুত্ব লেখো। লাইসোজোমের দুটি কাজ লেখো। প্রস্তর কোশ কাকে বলে? (২+২+১)


২. সালোকসংশ্লেষ ও শ্বসনকে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া কেন বলা হয়? তা বুঝিয়ে লেখো। গ্লাইকোলাইসিস কাকে বলে? (৩+২)


৩. পরিপাকনালিতে প্রোটিন পরিপাক ক্রিয়া সংক্ষেপে লেখো। খাদ্য কোথায় শোষিত হয় তা লেখো। (৪+১)


৪. মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।


৫. উদ্ভিদকোষ ও প্রাণীকোষের পার্থক্য লেখো। ক্রেবস চক্রকে কেন TCA চক্র বলা হয়? (২+৩)


৬. একটি অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো। মানুষের ক্ষুদ্রান্তের গঠন ও কাজ বর্ণনা করো। (৩+২)


৭. অ্যান্টিজেন ও অ্যান্টিবডির দুটি পার্থক্য লেখ। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কিভাবে ঘটে তা সংক্ষেপে বর্ণনা কর। (২+৩)


৮. DNA ও RNA এর মধ্যে পার্থক্য লেখো। খাদ্যশৃঙ্খল কাকে বলে? ATP- কে 'এনার্জি কারেন্সি' বলে কেন? (২+১+২)


৯. সালোকসংশ্লেষের আলোকদশার পর্যায়গুলি বিবরণ দাও 


১০. রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো। গ্লাইকোলাইসিস কাকে বলে? (৩+২)

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×