Question Set- 2
আজকের আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন (WBCHSE Class 12 History Suggestion) সম্পর্কে আলোচনা করবো। যে সমস্ত বড় প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো ভালো প্র্যাকটিস করো। যদি কিছু অসুবিধা হয় নীচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :- প্রশ্নের মান - ০১
১. টানাকা মেমোরিয়াল কি?
২. ব্যালফুর ঘোষণা কি?
৩. ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন?
৪. কবে কার উদ্যোগে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে?
৫. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখ।
৬. ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো?
৭. শিল্প পুঁজি কাকে বলে?
৮. কে ও কবে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন?
৯. সুয়েজ সংকট কবে দেখা দেয়?
১০. ANZUS চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
রচনাধর্মী প্রশ্ন :- প্রশ্নের মান - ০৮
১. SAARC কীভাবে গঠিত হয়েছিল ? এর লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? (৪+৪)
২. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩. ঠান্ডা লড়াই বলতে কি বোঝ? ঠান্ডা লড়াই এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা কর।
৪. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা কর।
৫. লক্ষৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
(রচনাধর্মী প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন)
দ্বাদশ শ্রেণী ইতিহাস অধ্যায় | ইতিহাস জানা ও বোঝা | West Bengal Board Class 12 History Suggestion |