মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | Madhyamik Geography Suggestion 2023



Madhyamik Geography notes | WB Madhyamik Geography Suggestion | মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | West Bengal Madhyamik Geography Long Question Suggestion 2023 | দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৩


Class 10 Geography Suggestion: এই ব্লগে আমরা প্রথম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে সমস্ত বড় প্রশ্ন ও ২ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো


প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। এগুলি ভালো করে প্রাকটিস করবে। তোমাদের পরীক্ষার আগে ফাইনাল সাজেশনও আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে।


দ্বিতীয় অধ্যায়

বায়ুমন্ডল  


এই অধ্যায় থেকে যেসব 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।


 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন:

১. আয়নস্ফিয়ার কাকে বলে?

২. অ্যালবেডো কি?

৩. সমোষ্ণরেখা কাকে বলে?

৪. গ্রীন হাউস এফেক্ট কি?

৫. জেট বায়ু কি?

৬. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে?

৭. আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় কেন?

৮. বায়ুপ্রবাহের সাথে বায়ুর চাপের সম্পর্ক কি?

 ৯. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে?

১০. বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো।


এই অধ্যায়ের গুরুত্বপূর্ন ৩ নম্বরের প্রশ্ন 

 ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন-

১. ওজোন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো।

২. এল নিনো ও লা নিনা কি?

৩. অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো?

৪. ক্রান্তীয় মন্ডলে মরুভূমি সৃষ্টির কারণ কি?

৫. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ।

৬. বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো।


প্রথম অধ্যায়ের সাজেশন - Click Here


এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্ন-

রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন- 

১. উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো।

২. বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ গুলি আলোচনা করো।

৩. বায়ুচাপের তারতম্যের কারণ গুলি আলোচনা করো।

৪. পৃথিবীর বায়ুচাপ বলয় কুলি সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো।

৫. উদাহরণসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নীচে



১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা - CLICK HERE

২. প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা-CLICK HERE

৩. রশিদ আলি দিবস কেন পালন করা হয়- CLICK HERE

৪. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা- CLICK HERE

৫. লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ- CLICK HERE


[ প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 হোয়াটসঅ্যাপ করুন ] 


প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা উপরের বড় প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের ওয়েবসাইটে ফাইনাল সাজেশন (WB Madhyamik Geography Suggestion) দেওয়া হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×