IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। এখনে ট্রেনিং করিয়ে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীকে স্টাইপেন্ডও দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন এই পোস্টে বিস্তারিত দেওয়া রইলো।
IDBI Bank Recruitment 2022 | Banking Jobs 2022
১. পদের নাম- এক্সিকিউটিভ (Exicutive)।
শূন্যপদ- ১,০৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক ডিগ্রি পাশ করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে।
বয়স সীমা- ০১/০৪/২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ - ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
২. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Asistant Maneger)।
শূন্যপদ- ৫০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
বয়স সীমা- ০১/০৪/২০২২ অনুযায়ী ২১ - ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো- ২৯,০০০ টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। IDBI এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়েও আবেদন করা যাবে।
Join Whatsapp Group- Click Here
নিয়োগ প্রক্রিয়া- অনলাইন বেসড পরীক্ষা এবং ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের জন্য পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতায়।
আবেদন ফি- UR/OBC- ১০০০ টাকা।
SC/ST/PWD- ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ- ১৭.০৬.২০২২
অফিসিয়াল নোটিশ- Click Here