রাজ্যে স্কুলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি ইন্টারভিউ দিয়ে প্রার্থী নিয়োগ।
রাজ্যে আবারও স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাণীনগর কেন্দ্রীয় বিদ্যালয়ে এই নিয়োগটি করা হবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।
পোস্টের নাম- TGT অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার।
যোগ্যতা- প্রার্থীকে যুওলোজি/কেমিস্ট্রি/বোটানি বিষয়ে স্নাতক পাশ হতে হবে। অন্তত ৫৫% নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে। এছাড়া বিএড ডিগ্রি এবং CTET - এ উত্তীর্ণ থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। এর জন্য কোনো আবেদন ফি লাগবে না। ইন্টারভিউয়ের দিন নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ডকুমেন্টস নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থান- Kendriya Vidyalaya, B.S.F. Raninagar, Dist- Jalpaiguri, PO- Patkata, Pin- 735133
অফিসিয়াল নোটিশ- Click Here
ইন্টারভিউয়ের তারিখ- ১৬. ০৪. ২০২২। ইন্টারিউয়ের রিপোর্টিং সময় সকাল ৯ টা।