Lady Constable Recruitment 2022 | West Bengal Jobs News
রাজ্যে আবারও নতুন করে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪,৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও জানান রাজ্যের নারী সুরক্ষা দপ্তরকে মজবুত করার জন্যই এই শূন্যপদে নিয়োগ করা হবে।
শুধু তাই নয়, রাজ্যের জেলায় জেলায় মহিলা পুলিশের নতুন বাহিনী গড়ে তোলা হবে। যেটি কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে গড়ে তোলা হবে। সারা রাজ্যে মোট ১৫০ টি বাহিনী গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রিসভায় এই নিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে। সুতরাং অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে।