ভারতীয় সেনাতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন জেনে নিন

 


BSF Recruitment 2022 | Indian Army Recruitment

বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নিয়োগটি করা হবে গ্রুপ বি পোস্টে। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।


১. পোস্টের নাম- সাব ইন্সপেক্টর।

শূন্যপদ- ৫৭ টি।

বেতন কাঠামো- ৩৫,৪০০ - ১,১২,৪০০ টাকা প্রতি মাসে। পে লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।


২. পোস্টের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার।

শূন্যপদ- ৩২ টি।

বেতন কাঠামো- ৩৫,৪০০ - ১,১২,৪০০ টাকা প্রতি মাসে। পে লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।


৩. পোস্টের নাম- ইন্সপেক্টর (Architect)।

শূন্যপদ- ০১ টি।

বেতন কাঠামো- ৪৪,৯০০ - ১,৪২,৪০০ টাকা প্রতি মাসে। পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে আর্কেটেকচার এর উপর ডিগ্রি অর্জন করে থাকতে হবে। 


বয়স সীমা- উপরিউক্ত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ৩০ বছরের মধ্যে। নোটিফিকেশন প্রকাশের তারিখ অনুযায়ী বয়স হিসেব করা হবে।


আবেদন পদ্ধতি- সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in/Home এখানে গিয়ে আবেদন করতে পারবেন। নীচে আবেদনের লিংক দেওয়া হয়েছে।

আবেদনের শেষ তারিখ- ৩০ মে, ২০২২।


আবেদন লিংক- Click Here

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×