ব্যাংক অফ বরদা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি | BOB Bank Recruitment 2022

Bank of Baroda Recruitment 2022 | Jobs in West Bengal

BOB Bank অর্থাৎ ব্যাংক অফ বরদা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করা যাবে।


পদের নাম- Branch Receivables Manager।

শূন্যপদ- ১৫৯ টি।

শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ।

বয়স সীমা- ২৩ - ৩৫ বছর।

আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফি- UR/OBC/EWS - ৬০০ টাকা এবং SC/ST/Women/PWD প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা।

আবেদনের শেষ তারিখ- ১৪ এপ্রিল, ২০২২।

যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন www.bankofbaroda.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদনের পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশটি পড়ে নেবেন।


অফিসিয়াল নোটিশ- Click Here

আবেদন লিংক- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×