Flipkart কোম্পানিতে চাকরি করার সুযোগ | যেকোনো যোগ্যতায় আবেদন করুন | Flipkart Company Jobs 2022 | Flipkart new job vacancy 2022 | Flipkart jobs in West Bengal | Flipkart jobs in Howrah
Flipkart কোম্পানিতে চাকরির দারুন সুযোগ রয়েছে। যেখানে একাধিক যোগ্যতায় বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই Flipkart কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারেন।
লোকেশন- হরিণঘাটা, শ্রীরামপুর, সাঁকরাইল, উলুবেড়িয়া, বাগনান, বেগমপুর।
পদের নাম- ডেটা এন্ট্রি অপারেটর।
বেতন- ১১,০০০ টাকা। এছাড়া ওভারটাইম, নাইট ডিউটি ও অন্যান্য সব নিয়ে প্রায় মাসে ১৩,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট।
চাকরীর আপডেটে পাওয়ার জন্য- Join Whatsapp
বেতন- ৯,০০০ টাকা। এছাড়া ওভারটাইম, নাইট ডিউটি ও অন্যান্য সব নিয়ে প্রায় মাসে ১১,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। এর জন্য আমাদের নীচে একটি লিংক দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের কিছুদিন পরে হোয়াটসঅ্যাপ, ফোন কল বা মেসেজ এর মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন লিংক- ক্লিক করুন।
flipkart চাকরি 2022 জবসূত্র xyz | flipkart চাকরির চাকরিসূত্র xyz | flipkart jobs 2022 jobsutra.xyz