Flipkart কোম্পানিতে চাকরি করার সুযোগ | যেকোনো যোগ্যতায় আবেদন করুন | Flipkart Company Jobs 2022 | Flipkart new job vacancy 2022 | Flipkart jobs in West Bengal | Flipkart jobs in Howrah
Flipkart কোম্পানিতে চাকরির দারুন সুযোগ রয়েছে। যেখানে একাধিক যোগ্যতায় বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই Flipkart কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারেন।
লোকেশন- হরিণঘাটা, শ্রীরামপুর, সাঁকরাইল, উলুবেড়িয়া, বাগনান, বেগমপুর।
পদের নাম- ডেটা এন্ট্রি অপারেটর।
বেতন- ১১,০০০ টাকা। এছাড়া ওভারটাইম, নাইট ডিউটি ও অন্যান্য সব নিয়ে প্রায় মাসে ১৩,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট।
চাকরীর আপডেটে পাওয়ার জন্য- Join Whatsapp
বেতন- ৯,০০০ টাকা। এছাড়া ওভারটাইম, নাইট ডিউটি ও অন্যান্য সব নিয়ে প্রায় মাসে ১১,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। এর জন্য আমাদের নীচে একটি লিংক দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের কিছুদিন পরে হোয়াটসঅ্যাপ, ফোন কল বা মেসেজ এর মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন লিংক- ক্লিক করুন।
flipkart চাকরি 2022 জবসূত্র xyz | flipkart চাকরির চাকরিসূত্র xyz | flipkart jobs 2022 jobsutra.xyz
Jasmina bibi
উত্তরমুছুনAmirulsk
মুছুনJoydeb
উত্তরমুছুনRobiul sk
উত্তরমুছুনSutapa Mondal
উত্তরমুছুনSabir sekh
উত্তরমুছুনPranab majumder
উত্তরমুছুনRakesh das
উত্তরমুছুনAmi job korte chai
উত্তরমুছুনAdnan
উত্তরমুছুনAmi jod kar chai
উত্তরমুছুনKotay boltay chi.koti jatay hobay .ke kaj
উত্তরমুছুন9679416087
উত্তরমুছুনজব খালি আছে
উত্তরমুছুন