১১২ টি শূন্যপদে SEBI- এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন পদ্ধতি জেনে নিন

SEBI Recruitment | SEBI Recruitment 2022

SEBI (Securities Exchange Board of India) এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করা যাবে। রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থী ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন।

১. পদের নাম- Officer grade A (General)। 

শূন্যপদ- 80 টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 


২. পদের নাম- Officer grade A (Information Technology)।

শূন্যপদ- 12 টি 

শিক্ষাগত যোগ্যতা- ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 


৩. পদের নাম- Officer grade A (Research)। 

শূন্যপদ- 06 টি।

শিক্ষাগত যোগ্যতা- স্ট্যাটিসটিকস/ইকোনমিক্স/কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  


৪. পদের নাম- Officer grade A (Legal)।

শূন্যপদ- 11 টি।

শিক্ষাগত যোগ্যতা- আইন বিভাগে কলেজ পাশ করে থাকতে হবে। 


৫. পদের নাম- Officer grade A (Official Language)।

শূন্যপদ- 03 টি।


শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্য বিভাগ নিয়ে কলেজে পাশ করে থাকতে হবে এবং একইসঙ্গে যেকোনো একটি ভাষায় সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে। হিন্দি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়স: উপরিউক্ত পদগুলোতে আবেদনের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ibpsonline অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদন করার সময় সমস্তকিছু ভালভাবে দেখে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ  24/01/ 2022

আবেদন ফি- জেনারেল, ওবিসি, ই. ডব্লিউ.এস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে 1000 টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে 100 টাকা, যা অনলাইনের মাধ্যমে জমা করা হবে।


Download official notification- click here

Apply now- click here

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×