Heat and Temperature Questions & Answer


Heat and Temperature Questions & Answer

তাপ ও তাপমাত্রার অধ্যায় থেকে গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর। যে সমস্ত ছাত্রছাত্রীরা ANM ও GNM পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 


১. SI পদ্ধতিতে তাপের একক কী ?


Ans- জুল।


২. তাপ কী ?


Ans- একপ্রকার শক্তি।


৩. ১ ক্যালোরি = কত জুল ?


Ans- ৪.২ জুল।


৪. CGS পদ্ধতিতে তাপের একক কী ?


Ans- ক্যালোরি।


৫. তাপের গতীয় মতবাদটির সত্যতা প্রমান করেন কে ?


Ans- জুল।


৬. কোন পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা যায় ?


Ans- ক্যালোরিমিতি।


৭. SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?


Ans- জুল/কিলোগ্রাম।


৮. CGS পদ্ধতিতে লীন তাপের একক কী ?


Ans- ক্যালোরি/গ্রাম।


৯. পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?


Ans- ৩.৩৬×১০৫ জুল/কেজি।


১০. CGS পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?


Ans- ৮০ ক্যালোরি/গ্রাম।


১১. CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?


Ans- ৫৩৭ ক্যালোরি/গ্রাম।


১২. লীন তাপের ক্ষেত্রে কি কি অবস্থা লক্ষ্য করা যায় ?


Ans- কঠিন, তরল ও গ্যাসীয়।


১৩. SI পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?


Ans- ২২.৬৮ ×১০৫ জুল/কেজি।


১৪. পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?


Ans- জুল/কেজি-কেলভিন।


১৫. CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?


Ans- ক্যালোরি/গ্রাম- ডিগ্রি সেলসিয়াস।


১৬. SI পদ্ধতিতে জুলের মান কত?


Ans- ৪.২ জুল/ক্যালোরি।


১৭. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি ?


Ans- ৪ ডিগ্রি সেলসিয়াস।


১৮. SPS পদ্ধতিতে তাপের একক কী ?


Ans- ব্রিটিশ থার্মাল ইউনিট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×