৩২০ টি শূন্যপদে রাজ্যের শ্রম দপ্তরে নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাশ


৩২০ টি শূন্যপদে রাজ্যের শ্রম দপ্তরে নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাশ।

রাজ্যের শ্রম দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় একাধিক পোস্টে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। ছেলে ও মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি। তবে এর জব লোকেশন পশ্চিমবঙ্গেই থাকবে। এবং এর চাকরির বিজ্ঞপ্তিও রাজ্য থেকেই প্রকাশিত হয়েছে।


১. পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক (UDC)।

শূন্যপদ- ১১৩ টি ।

শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে।

বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৭ বছরের মধ্যে।


২. পদের নাম- স্টেনোগ্রাফার (Stenographer)।

শূন্যপদ- ০৪ টি।

শিক্ষাগত যোগ্যতা-
উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এছাড়া কম্পিউটারে ১০ মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৭ বছরের মধ্যে।


৩. পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।

শূন্যপদ- ২০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা-
দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকলেই  মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে।

বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৫  বছরের মধ্যে।

বেতন কাঠামো-

১. আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

২. মাল্টি টাস্কিং স্টাফ পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা।

আবেদন প্রক্রিয়া-

আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে। এর জন্য 
https://www.esic.nic.in/recruitments এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে ১৫ ফেব্রুয়ারি, ২০২২।

অফিসিয়াল বিজ্ঞপ্তি-
https://drive.google.com/file/d/10C2GZPwmxoIdR4Atvu3SvEDpLpBVEmWi/view

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×