মেট্রো রেলে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। মাইনে রয়েছে ২৫,০০০ টাকা


মেট্রো রেলে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। মাইনে রয়েছে ২৫,০০০ টাকা।

রেলওয়ে অফ মেট্রো এর তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য প্রার্থীগণ এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগটি করা হচ্ছে গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের (GMRC) তরফ থেকে। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? মাইনে কত সমস্ত কিছু জানার জন্য বিস্তারিত পড়তে থাকুন।

শূন্যপদ- 
মোট শূন্যপদ রয়েছে ১১৮ টি। যার মধ্যে-

১. স্টেশন কন্ট্রোলার- ৭১ টি।
২. কাস্টমার রিলেশন অ্যাসিসট্যান্ট - ১১ টি।
৩. জুনিয়র ইঞ্জিনিয়ার- ০৩ টি।
৪. মেইনটেইনার- ৩৩ টি।


পদের নাম- স্টেশন কন্ট্রোলার।

শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিকাল/ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা পাশ থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে।

বয়স- 
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ - ২৮ বছরের মধ্যে।

বেতন কাঠামো-
৩৩,০০০ - ১,০০,০০০ টাকা প্রতি মাসে।


পদের নাম- কাস্টমার রিলেশন অ্যাসিসট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি অথবা গণিত বিষয়ের উপর গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়স-
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ - ২৮ বছরের মধ্যে।

বেতন কাঠামো-
২৫,০০০ - ৮০,০০০ টাকা প্রতি মাসে।

পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার।

শিক্ষাগত যোগ্যতা-
মেকানিকাল অথবা ইলেকট্রিক্যাল এর উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।

বয়স-
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ - ২৮ বছরের মধ্যে।

বেতন কাঠামো-
৩৩,০০০ - ১,০০,০০০ টাকা প্রতি মাসে।

পদের নাম- মেইনটেইনার।

শিক্ষাগত যোগ্যতা-
ফিটার অথবা ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে দুই বছরের ট্রেনিং পাশ করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।

বয়স-
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ - ২৫ বছরের মধ্যে।

বেতন কাঠামো-
২০,০০০ - ৬০,০০০ টাকা প্রতি মাসে।

আবেদন পদ্ধতি-
আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে। ২২ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে ২১ জানুয়ারি, ২০২২। আবেদন করুন সরাসরি এই লিংকের মাধ্যমে https://www.gujaratmetrorail.com/

অফিসিয়াল নোটিফিকেশন-
file:///C:/Users/USER/Downloads/Recruitment-Notification-of-OM-Personnel-dated-22.12.2021%20(1).pdf

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×