১৫০০ টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন


 ১৫০০ টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যাশনাল স্বাস্থ্য মিশনে কমিউনিটি হেলথ অফিসার(CHO) পদে নিয়োগটি করা হবে। নিম্নে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হলো।

শূন্যপদ(vacancy)-

মোট ১৫০০ টি শূন্যপদে এই নিয়োগটি করা হবে। যার মধ্যে SC-৩৩০ টি, ST-৯০ টি, OBC(A)-১৫০ টি, OBC(B)-১০৫ টি, UR-৭৮০ টি  এবং PWD ক্যাটাগরীর প্রার্থীদের জন্য রয়েছে ৪৫ টি শূন্যপদ।

পোস্টিং(posting)-

পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত যেকোনো সুস্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগটি করা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification)-

১. পশ্চিমবঙ্গের নার্সিং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ২০২০ বা ২০২১ সালের মধ্যে BSC নার্সিং পাশ করতে হবে।

২. নার্সিং স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

৩. আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

৪. আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ইউনিভার্সিটি হেলথ সায়েন্স ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা(Disarable qualification)-

১. কম্পিউটারে MS office এবং ইন্টারনেটের কাজ জানতে হবে।

২. প্রার্থীকে স্থানীয় বাংলা ভাষার দক্ষ হতে হবে।

বয়স(Age)-

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১.০৪.২০২১ এই তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।

বেতন কাঠামো(Salary)-

প্রতি মাসে এই পোস্টের জন্য ২০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(Application Procedure)-

আবেদন করা হবে অনলাইনে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ০২ নভেম্বর ২০২১ থেকে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২১। 

প্রার্থী বাছাই পদ্ধতি(Selection Procedure)-

উপযুক্ত ও যোগ্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য মোট ১০০ নম্বর থাকবে। যার মধ্যে ৮৫ নম্বর লিখিত পরীক্ষার জন্য এবং ১৫ নম্বর থাকবে ইন্টারভিউ এর জন্য।

অফিসিয়াল ওয়েবসাইট(Official website)-

https://www.wbhealth.gov.in/pages/notice

অফিশিয়াল বিজ্ঞপ্তি(Official notification)-

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2364.pdf


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×